চাঁদপুরেরন কচুয়া উপজেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী সাচার বাজারের বদলে যাচ্ছে দৃশ্যপট।
সরকারের উন্নয়নের মহাসড়কের আওতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির প্রচেষ্টায় সাচার দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা ও উত্তর বাজারের দীর্ঘদিনের যানজট দূভোর্গ ব্রীজ নির্মান কাজ চলছে।
এরইমধ্যে বাজারের রাস্তার কাজটি সম্পন্ন হওয়ায় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। ব্রীজ, ড্রেনেজসহ পুরো কাজ শেষ হলে আধুনিকতার ছোঁয়া লাগবে এ বাজারে।
ছবিটি সোমবার (৩১ জুলাই) দুপুরে সাচার বাজার থেকে তুলেছেন, কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু।
: আপডেট, বাংলাদেশ ১১: ৫৯ পিএম, ৩১ জুলাই ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur