Home / আন্তর্জাতিক / ইসরাইল আল-আকসা থেকে সব নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে
ইসরাইল আল-আকসা থেকে সব নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে

ইসরাইল আল-আকসা থেকে সব নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে

মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বা হারাম-আল-শরিফ থেকে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এ নিয়ে ফিলিস্তিনিদের তীব্র ক্ষোভ ও বহির্বিশ্বের সমালোচনার পর এ ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানাচ্ছে ইসরাইলি পুলিশ।

এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বস্তি প্রকাশ করে জানিয়েছে,‘ইসরাইলের এ পদক্ষেপের ফলে ফিলিস্তিনি মুসলিমরা আবারো স্বাধীনভাবে আল-আকসায় প্রবেশ করতে পারবে। এর আগে,ওই মসজিদের প্রবেশ পথে মেডাল ডিটেক্টরসহ অত্যাধুনিক ইলেক্ট্রনিক গেট স্থাপন করে ইসরাইল।

এতে তীব্রে ক্ষোভে ফুসে ওঠে ফিলিস্তিনের জনগণ। এ ঘটনায় ফিলিস্তিনের বাসিন্দাদের সঙ্গে ইসরাইলি সেনাদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত থাকে।

জানা গেছে,আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিলেও পরবর্তী নিরাপত্তার কথা বলে সেখানে লোহার বেষ্টনী স্থাপন করে ইসরাইল। অবশেষে বৃহস্পতিবার (২৭ জুলা্সিই)গুলোও সরিয়ে নিতে বাধ্য হয় তারা।

ইসরাইলি কর্তৃপক্ষ বলছে,আগামী ছয়মাস তারা ওই স্থানের নিরাপত্তা বিধানে কাজ করে যাবে। আল-আকসা মসজিদটি ইহুদীদের কাছে পবিত্র টেম্পল হিসেবে পরিচিত ও সমাদৃত। (বিবিসি)।

নি্উজ ডেস্ক
:আপডেট,বাংলাদেশ সময় ৩:১০ পিএম,২৭ জুলাই ২০১৭,বৃহস্পতিবার
এজি

Leave a Reply