‘এসো নবীন ভয় নাই, ছাত্র দলে সন্ত্রাস নাই’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগমনে আনন্দ র্যালি ও আলোচনা সভা রোববার (৯ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার।
র্যালির উদ্বোধন করেন, কজেল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক নুরুল আমিন খান আকাশ। পরে দ্বিতীয় তলার একাদশ শ্রেণির হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাকিলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বয়ক মাসুদ মাঝি। বিশেষ অতিথির সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমান হোসেন গাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী।
প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ০১ পিএম, ৯ জুলাই ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur