কচুয়ায় দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাতেম আলী মিয়ার নামে ‘হাতেম আলী মিয়া স্মৃতি পাঠাগার ও মনজুমারা খাতুন মহিলা নামাজ ঘর’এর আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার (৮ জুলাই ) দুপুরে করা হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র উত্তরা ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক মো.আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে পাঠাগার ও নামাজ ঘরের উদ্বোধন করেন।
উদ্বোধকের সময় উপস্থিত ছিলেন কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো.মোস্তফা ফখরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও প্রধানশিক্ষক মো.আজিজ উল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদার, ইঞ্জি. ইকরামুল হক, ফারজানা কাইয়ুম প্রমুখ।
এসময় সমাজ সেবক আব্দুল হালিম মাস্টার, খোরশেদ আলম মজুমদার, শাহ মো. ইলিয়াছ শাহ, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর এলাহী মজুমদার, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক ; জিসান আহমেদ নান্নু
:আপডেট,বাংলাদেশ সময় ৮:১০ পিএম, ৯ জুলাই ২০১৭,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur