লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী, জেলা ৩১৫ বি-৩ এর ২০১৭-১৮ সনের নতুন কমিটি গঠনে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নিউ মার্কেটের ২য় তলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন অ্যাড. এজেডএম রফিকুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মো. জিকরুল আহসানের পরিচালনায়, ক্লাবের বাৎসরিক হিসাব ও প্রতিবেদন তুলে ধরেণ, কোষাধ্যক্ষ লায়ন মো. মফিজুল ইসলাম খান সেলিম।
সভায় সর্বসম্মতিক্রমে লায়ন কাজী মাহাবুবুল হককে সভাপতি, লায়ন কিশোর সিংহ রায়কে সাধারণ সম্পাদক এবং লায়ন নির্মল চন্দ্র সাহাকে কোষাধ্যক্ষ করে ২০১৭-১৮ সনের নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, ১ম সহ-সভাপতি লায়ন বিএম হারুন অর রশীদ, ২য় সহ-সভাপতি লায়ন এহতেশামুল হক রিয়াদ, ৩য় সহ-সভাপতি লায়ন মো. জিকরুল আহসান, সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. মফিজুল ইসলাম খান সেলিম, সহ-কোষাধ্যক্ষ লায়ন মো. খোরশেদ আলম বাবুল, ট্রেমার লায়ন মো. আবুল কালাম আজাদ, টেল টুইস্টার লায়ন মো. কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি লায়ন মোস্তাক হায়দার চৌধুরী, লায়ন কাজী মাহবুবুল হক, লায়ন মাহমুদ হাসান খান, আইপিপি লায়ন মুহা. সাকী কাওসার, মো. ইদ্রিস মিয়া, লায়ন মো. দেলোয়ার হোসেন খান, লায়ন মো. ইমাম হাসান রাসেল, লায়ন দেওয়ান মো. সুরুজ, লায়ন মিজানুর রহমান ভুইয়া, লায়ন বিমল কর্মকার, লায়ন সাখাওয়াত হোসেন খান, লায়ন খায়রুল ইসলাম বিল্লালসহ অন্যান্য লায়নবৃন্দ।
প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০০ পিএম, ৮ জুলাই ২০১৭, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur