নায়িকারা কখনও কখনও গায়িকার ভূমিকাও নেন। এই ট্রেন্ড বলিউডে নতুন নয়। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপূর বা পরিণীতি চোপড়া— অনেকেই এই খাতায় নাম লিখিয়েছেন।
এবার সম্ভবত সেই পথে পা বাড়াবেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘ফ্যানি খান’-এ প্রথম বার গান গাইতে শোনা যাবে বচ্চন বধূকে।
প্রায় ১৭ বছর পর এই ছবিতে জুটি বাঁধবেন ঐশ্বরিয়া ও অনিল কাপূর। মুম্বাই মিররের খবর অনুযায়ী, এই ছবিতে গানও গাইবেন ঐশ্বরিয়া। তবে ঐশ্বরিয়া এখনও এ নিয়ে মুখ খোলেননি।
ছবিরসহ প্রযোজক প্রেরণা আরোরা বলেন, এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখে সকলে চমকে যাবেন। জজবা এবং সর্বজিত্-এ যে সিরিয়াস চরিত্রে তাঁকে দেখা গিয়েছে তার থেকে একেবারে আলাদা ভাবে দেখা যাবে ওঁকে।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’-এর হিন্দি ভার্সান হল ‘ফ্যানি খান’। আগামী অগাস্ট থেকে শুরু হবে শুটিং। অক্টোবরের মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রেরণা।
বিনোদন
: আপডেট, বাংলাদেশ সময় ৯ : ৩৪ পিএম, ২৯ জুন ২০১৭, বৃহস্পতিবার strong>
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur