জ্যোতিষ শাস্ত্র আমরা অনেকেই বিশ্বাস করি। তাদের কথায় অনেক কিছুই অবার মিলে যায়। হাতের রেখায় নির্ধারিত হয় ভাগ্য। এমনটা বিশ্বাস করেন অনেকেই। তবে জানেন কি? কিছু মানুষের হাতের রেখার মধ্যে লুকিয়ে থাকে X. জেনে নিন কি এই X-এর রহস্য!
প্রাচীন জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি আমরা জানি প্যারামি লাইন এবং চিহ্নগুলি ক্যারিয়ার, জীবন, বিয়ের, অর্থ এবং স্বাস্থ্যের উন্নতি বা অবনতি ইঙ্গিত করে। এক্ষেত্রে আমাদের ব্যক্তিত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলির সঙ্গে বিশেষভাবে যুক্ত ৷
এটা বিশ্বাস করা হয় যে, ভারত থেকে চীন, তিব্বত, মিশর, পারসিয়া এবং ইউরোপের অন্যান্য দেশের মধ্য দিয়ে সারা বিশ্বে জ্যোতিষ বিজ্ঞান বিস্তৃতি লাভ করেছ ।
মিশরীয় পণ্ডিত আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন, তাঁর হাতে এই অন্যান্য চিহ্নটি ছিল। পরে জানা যায় যে, সমগ্র জনসংখ্যার মধ্যে প্রায় ৩ শতাংশ মানুষের হাতে রয়েছে এই X চিহ্নটি ৷
জ্যোতিষ বিজ্ঞানীদের মতে, এই চিহ্নটি হাতের তালুতে থাকার কারণ হিসেবে বোঝায় যে, এটি অত্যন্ত সফল এবং বিখ্যাত ব্যক্তিত্বের পরিচয় ৷
শুধু তাই নয় , যাদের হাতে এই চিহ্নটি রয়েছে তাদের মৃত্যুর পরও সকলের মনের মধ্যে দিয়ে তারা বেঁচে থাকেন।
বিশেষ সংবাদ
: আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ৫৮ পিএম, ২৭ জুন ২০১৭, মঙ্গলবার strong>
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur