চাঁদপুর শহরের পৌর ৬নং ওয়ার্ড জোড় পুকুর পাড় এলাকায় (৭৯৩ নং হোল্ডিং) ৪র্থ তলায় সাবরিনা আফরিন রিয়া (১৪) নামের স্কুলছাত্রী সোমবার (২৬ জুন) সন্ধ্যায় ‘গলায় ফাঁস’ দিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য ৩ জনকে থানায় নিয়ে যায়। রাতে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ঘটনাস্থল পরিদর্শনে যান।
সাবরিনা আফরিন রিয়া ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিতপুর ইউনিয়নের শফিকুল ইসলামের মেয়ে। সে আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ ছাত্রী শাখার ৮ শ্রেণির ছাত্রী ।
রিয়ার পিতা শফিকুল ইসলাম জানায়,‘ঈদের দিন ২ টার দিকে রিয়ার বড় ভাই নাজমুল তাকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে ওয়ান মিনিট সংলগ্ন খাদিজার নামের বান্ধবীর কাছে দিয়ে আসে। বিকেলে ছোট ভাই নোমান রিয়াকে বাসায় দিয়ে গেলে সে তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়।’
সন্ধ্যা ৬ টার দিকে বান্ধবী খাদিজার মা বাসায় এসে রিয়া কেমন আছে,`কি করছে বললে রিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পাই। পরে দরজার ফুটো দিয়ে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
এ বিষয়ে বান্ধবী খাদিজার মা রাবেয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে কোনো কিছু বলতে পারবে না বলে অপারগতা প্রকাশ করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই প্রহলদ জানায়, ‘লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা জানায়, ‘তন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বান্ধবী খাদিজা,পিতা রহমান গাজী ও মা রাবেয়া বেগম কে থানায় নিয়ে আসা হয়েছে।’
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১২:৪৫ পিএম,২৭ জুন ২০১৭ , মঙ্গরবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur