চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের রোগী, রোগীর স্বজন, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে ইফতার করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
বুধবার বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেয়ে রোগীদের মধ্যে খাবার বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এরপর চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের নিয়ে প্রেসক্লাবে ইফতারে যোগদান করেন তিনি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মো. ওয়ালি উল্যা অলি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, জেলা বিএমএ সভাপতি ডা. এমএন হুদা, সাবেক সভাপতি ডা. হারুন-অর-রশিদ সাগর, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, জিপি অ্যাডভোকেট রুহুল আমিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, বি এম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন প্রমুখ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ২১ জুন ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur