chandpurtimes Desk:
অফিসে যাওয়ার সময় গাড়িতে ঘুমন্ত অবস্থায় সুমন স্বপ্ন দেখে, তার গাড়ি দুর্ঘটনায় পড়েছে। ঘুম ভাঙ্গার পর সে নিজেকে বাসার সামনে আবিষ্কার করে। দেখে, তার স্ত্রী হাসপাতালে যাচ্ছে এবং বলছে, ‘তার স্বামী এক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে’। সুমন যতই বোঝানোর চেষ্টা করে, সে বোঝে না। অগত্যা সুমনও তার সঙ্গে হাসপাতালে যায়। সেখানে দেখে দুর্ঘটনায় তিনজন মারা গেছে এবং গাড়ীর চালক কোমায় আছে। অথচ সেই গাড়ী চালক আবার হাসপাতলের বাইরে দাঁড়িয়ে।
এমনই রহস্যময় ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘ব্যথিত দৃশ্যের পর’।
সাগর জাহানের রচনা ও হিরণ জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা, সাজু খাদেম, সাব্বির আহমেদ ও নদীসহ অনেকে। টেলিছবিটি বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur