বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জুন) বিকেলে চাঁদপুর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চাঁদপুর ৪ আসনের সাংসদ ড. শামছুল হক ভুইয়া এমপি।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পেয়েছি লাল সবুজের পতাকা। আপনারা মুক্তিযুদ্ধারা দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়েছেন। অস্ত্র¿ জমা দিয়েছেন। কিন্তু আপনাদের ট্রেনিং জমা দেন নি। ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীনের জন্য পাকিস্তানী হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পড়ে। সেই এ মুক্তিযুদ্ধের একটাই উদ্দেশ্য ছিল সোনার বাংলা গড়া।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করেনে চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও. মো. মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার সৈয়দা বদরুননাহার চৌধুরী, সিভিল সার্জন ডা. মতিউর রহমান, সাবেক জেলা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ডেপুৃটি কমান্ডার আব্দুল হাফিজ খান, রঞ্জিত কুমার দে চাকি, সহকারি কমান্ডার মহসিন পাঠান, মৃণাল কান্তি সাহা, ইয়াকুব আলী, আবুল হাশেম, সোয়েব আলী, সাবেক জেলা সংসদের সহকারি কমান্ডার অজিত কুমার সাহা, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, জেলা বিএনপির সিনিয়র নেতা সফি উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল হামিদ মাষ্টার, সহকারি কমান্ডার সিরাজুল ইসলাম মোহন, সহকারি কমান্ডার দপ্তর শাহরাস্তি মো. শাহজাহান, চাঁদপুর সদর উপজেলা কমান্ডার আবুল কালাম চিশতী, হাজীগঞ্জ উপজেলা কমান্ডার মজিবুর রহমান, শাহরাস্তি উপজেলা কমান্ডার রুহুল আমিন, ফরিদগঞ্জ উপজেলা কমান্ডার শহিদউল্লাহ তপাদার, কচুয়া উপজেলা কমান্ডার আবদুল মমিন, মতলব দক্ষিন উপজেলা কমান্ডার আবু সাইদ, মতলব উপজেলা কমান্ডার মোজাম্মেল হোসেন, হাইমচর উপজেলা কমান্ডার খোকন সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মো. মাকসুদুল আলম, শহীদ পাটওয়ারী, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাংবাদিক মিজানুর রহমানসহ জেলার সকল বীর মুক্তিযোদ্ধাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, সাংবাদিকসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ এএম, ৫ জুলাই ২০১৭, সোমবার
ডিএইচ