Home / চাঁদপুর / জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকীতে মঙ্গলবার (৩০ মে) দুপরে চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড, হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন প্রমুখ।

সভার শুরুতে জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাও. গোলাম মাওলা।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ২০ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply