চাঁদপুরে মেঘনা নদীর হরিণা ফেরীঘাটে ঝড়ের ভয়ে চলন্ত যাত্রীবাহী লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ার ৮ দিন পর কলেজ ছাত্র মোজাম্মেল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে জেলেরা নদীতে মাছ ধরতে গেলে একটি লাশ পানিতে ভেসে উঠতে দেখে।
পরে বিষয়টি তারা চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে দুপুরে পুলিশ হরিণা ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
প্রসঙ্গত, ১৬ মে মঙ্গলবার রাতে সুন্দরবন-৬ নামের একটি লঞ্চ ঝড়ের কবলে পড়ে। এসময় লঞ্চের যাত্রী কলেজ ছাত্র মোজাম্মেল হোসেন বাবর (২৪) আতঙ্কে ওই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়। পরে সহপাঠীরা তাকে অনেক খোজাখুঁজি করতে থাকে।
পরে এ বিষয়ে বাবরের পিতা চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
নিখোঁজ বাবরের পিতা তাফাজ্জল হোসেন চাঁদপুর টাইমসকে জানায়, ‘বাবর, দিপু, শুভ, নাজমুল ও তানভির চাঁদপুর থেকে ভ্রমণের জন্য কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার কুয়াকাট থেকে সুন্দরবন-৬ নামের লঞ্চটি হরিণা ফেরীঘাটে আসলে ঝড়ের কবলে পড়ে। লঞ্চে থাকা ৪ বন্ধুর মধ্যে বাবর প্রচন্ড ঝড় দেখে লঞ্চ থেকে ঝাঁপ দেয়। মঙ্গলবার ভোর বেলায় বাবরের বন্ধুরা আমাকে জানায় সে ঝড়ের ভয়ে নদীতে ঝাঁপ দেয়।’
এর আগে এ ঘটনায় নিখোঁজ বাবরের সন্ধানে নৌ পুলিশ মঙ্গলবার হরিনা ও আশপাশের এলাকায় মাইকিং করছে।
এ সংক্রান্ত আগের প্রতিবেদন-চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে কলেজ ছাত্র নিখোঁজ
প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৩ : ১০ পিএম, ২৪ মে ২০১৭, বুধবার
ডিএইচ