চাঁদপুর শাহরাস্তিত উপজেলায় টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক ইস্টেশন বাজারে বুধবার (১০ মে) ভোররাতে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে জননী টেইলাস এন্ড ক্লথ ষ্টোর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. শাহাদাত জানায়, ৫টি সেলাই মেশিন, জামা কাপড়সহ দোকানে সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪ লখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষ্য-দর্শীরা জানান, বুধবার ভোর রাতে বাজারে বেকারী শ্রমীক কাপড় দোকান আগুন দেখে ডাক চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী আগুন নেবানোর কাজে এগিয়ে আসেন।
এদিকে খবর পেয়ে শাহরাস্তি-হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় ১ ঘন্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহ মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক দর্জি , বাজার কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদকক আলমগীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
প্রতিবেদক- মাহবুল আলম, শাহরাস্তি
আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৪৪ পিএম, ১০ মে ২০১৭, বুধবার
এইউ