বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে রবীন্দ্র জন্মোৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যনাট্য পরিবেশিত হয়েছে। সোমবার সন্ধায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
তিনি বলেন, রবীন্দ্রনাথের জ্ঞানের যে শাখা তা নিয়ে আলোচনা করতে দীর্ঘ সময় লাগবে। রবীন্দ্রনাথ মৌলিক সংখ্যায় অবস্থান করেছিলেন। কারন রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যু মৌলিক সংখ্যায়। রবীন্দ্রনাথের প্রত্যেকটি গান কবিতা সবই হলো বাণী। রবীন্দ্রনাথকে বুঝতে হলে রবীন্দ্র ভাষা বুঝতে হবে। বাঙ্গালী জাতির জন্য রবীন্দ্রনাথ গর্ব। বাংলা বৈশাখ মাসেই রবীন্দ্রনাথের জন্ম। রবীন্দ্রনাথই একমাত্র কবি যিনি ৩টি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন। রবীন্দ্রনাথ আমাদের আদর্শ ও গর্ব। ’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ হোসেনের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, স্বাধীনতাপদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তী, নাট্যকার এস এম জয়নাল আবেদীন, আনন্দধ্বনীর সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টু, ডা. পিযুষ কান্তি বড়–য়া।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চিত্রশিল্পি মুক্তিযোদ্ধা সাধন সরকার, বিশিষ্ট রাজনীতিবীদ আবু তাহের পাটওয়ারী, সফিকুর রহমান গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা এবং নৃত্যর সমন্ময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। সবশেষে নৃত্যাঙ্গন এর পরিবেশনায় নৃত্য নাট্য ‘শ্যামা’ পরিবেশিত হয়।
অনুষ্ঠান উপভোগের জন্য শিল্পকলায় রবীন্দ্রপ্রেমী অনেক দর্শক সমাগম হয়।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ২: ৩০ এএম, ৯ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur