বৃহস্পতিবার (৪ মে) সারাদেশে একযোগে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে কুমিল্লা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবছর চাঁদপুরের শ্রেষ্ঠ ৩ প্রতিষ্ঠানের মধ্যে সেরা স্থান দখল করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২য় হাসান আলী, ৩য় আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ।
মাতৃপীঠ বালিক উচ্চ বিদ্যালয় থেকে এবছর সর্বমোট ২শ’ ৬১ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে এতে ২শ’ ৬০উর্ত্তীন হয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। তাদের পাসের হার শতকরা ৯৯.৬২%
এতে জিপিএ ৫’ পেয়েছে ৭৪ জন। এ গ্রেড ১শ’৬৪জন ,এ- ২২ জন পেয়েছে ।হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২শ’ ৫০জন এতে উর্ত্তীন হয়েছে ২শ’৩৯ জন ।
জিপিএ-৫ পেয়েছে ৯৩জন। এ গ্রেড ১শ’২০জন, এ-’ ৩৬জন পেয়েছে, পাশের হার শতকরা ৯৫.৬%।
অন্য দিকে ২য় স্থানে রয়েছে, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ৫শ’ ৮জন এতে উর্ত্তীন হয়েছে ৪শ’৮৮ জন । জিপিএ-৫ পেয়েছে ১শ’ ১৩ শিক্ষার্থী।
৩য় স্থানে থাকা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২শ ৫০ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়।
এদের মধ্যে ২শ ৩৯ জন কৃতকার্য ও ১১ জন অকৃতকার্য হয়। পাশের হার ৯৫.০৬%। জিপিএ ৫ পেয়েছে ৯৩ জন।
প্রতিবেদক- আনেয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ৯: ০০ পিএম, ৪ মে ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ