চাঁদপুরে সাংস্কৃতিক মাসের ১৭তম দিনে জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর আয়োজনে রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মলিয়ের কমেডি হাসির নাটক গিটঠু মঞ্চস্থ হয়েছে।
গোলাম সারওয়ার হারুন রূপান্তরিত এবং শুকদেব রায় নির্দেশিত ‘গিটঠু’ নাটকে অভিনয় করেছেন, হ্যাপী আক্তার, দের্বরত সরকার বিজয়, শান্ত সূত্রধর, মো. নাজমুল হোসেন বাপ্পি, মো. কামরুজ্জামান আল মারুফ, শানজানা চৌধুরী, শাহাদাত হোসেন শান্ত, রেবেকা সুলতানা লাইসা, এসএম চাইমন, সিয়াম খান, নূরে আলম নয়ন, প্রণব ঘোষ, সাবিহা জান্নাত দীপা ও শরীফ চৌধুরী। আলোক পরিকল্পনায় শুকদেব রায়, আবহ সংগীতে মামুন হোসেন শুভ্র।
নাটক উপভোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু ছালেহ মো. আবদুল্লাহ এনএসআই ডিডি ফারুকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বাংলার মুখের সভাপতি অজিত সাহা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পিযুষ কান্তি রায় চৌধুরী, বর্ণচোরা নাট্যগোষ্ঠির উপদেষ্টা তোফায়েল আহমাদ, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু,স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবু।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫০ পিএম, ৩০ এপ্রিল ২০১৭,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur