চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউপির ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ এপ্রিল )সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বক্তব্য রাখেন চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি ২০১৭-’১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় ১ কোটি ৫৮ লাখ টাকার একটি খসড়া বাজেট উপস্থাপন করেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকনের পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ সদস্য বিলকিস আক্তার, ফিরোজা বেগম, পারুল আক্তার, মো. নাজির হোসেন, আবু সাঈদ হাওলাদার, মনিরুজ্জামান পাটওয়ারী, মো.শরীফ ক্বারী, মো.মোস্তফা খান,মো.কাজী কামাল,মো.মুক্তার মিজি,মো.কামরুল মোল্লা,মো.খোকা পাটওয়ারী প্রমুখ।
প্রতিবেদক : মো.শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ৫: ৩৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৭, রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur