Home / চাঁদপুর / জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

‘মানুষে মানুষে সম্প্রীতি- আমাদের সংস্কৃতি’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক মাসের ১৪ তম দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়েছে।

২৭ এপ্রিল বৃহস্পতিবার ১৪তম দিনে মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর এর শিল্পীরা। অনুষ্ঠানপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক মাসের সদস্য সচিব ও জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক জীবন কাণাই চক্রবর্তী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর এর সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, আনন্দধ্বনী সংগীত শিক্ষায়তনের সভাপতি রফিক আহমেদ মিন্টু, উদয়ন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ গৌরাঙ্গ সাহা প্রমুখ।

পরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর এর শিল্পীরা তাদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীতানুষ্ঠান পরিবেশন করে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ এএম, ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply