বাংলাদেশেও ডায়েবেটিস রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। ডায়বেটিস টাইপ টু-ই বিভিন্ন ধরনের ডায়বেটিসের মধ্যে সবথেকে বেশি ছড়িয়ে পড়ছে। ডায়বেটিস থেকে জন্ম নিতে পারে অন্য নানা ধরনের রোগ। কাজেই এই রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।
ডায়াবেটিস এমন একটি সমস্যা যা আমৃত্যু বহন করে চলতে হয়। একটু এদিক-ওদিক হলেই ঝামেলা।
যার এ রোগ নেই সেও ভাবছে কী করা যায়; আর যার আছে তারতো দু:চিন্তায় ঘুম হারাম। তবে বেশ অনেকদিন কৃত্রিমতার পথে হেঁটেছি আদিমতা বাদ দিয়ে। তাতে ফলাফল হল কিছু সময়ের জন্য।
তারপর আবারও সেই পুরোনো কাসুন্দি। তাই সময়টা এখন বনে ফিরবার, প্রযুক্তির তৈরি কৃত্রিমতাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
তাহলে জেনে নিন কোন কোন পাতা এ কাজে লাগবে:
১. চিরতা পাতা: ডায়াবেটিস নানা ধরণের হতে পারে। তবে যে ধরণেরই হোক না কেন ৫০০ মিলিগ্রাম চিরতা চূর্ণ ও ২ গ্রাম ছোট গোক্ষুর চূর্ণ মিশিয়ে সকালে ও বিকালে পানিসহ দু’বার খেতে হবে।
২. পেয়ারা পাতা: অনেক বছর ধরে ডায়াবেটিসের চিকিৎসায় চীনা ওষুধে পেয়ারা ব্যবহৃত হয়ে আসছে। পেয়ারা রসের হাইপোগ্লাইসেমিক গুণের প্রভাব ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসায় খুবই কার্যকর।
৩. নয়নতারা পাতা: নয়নতারা ভেষজটির ক্কাথ খেলে রক্তে চিনির পরিমাণ দ্রুত কমতে থাকে। ৮/১০ দিন ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৪. কঁচি গম পাতা: রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
৫. অড়হর পাতা: অড়হর পাতার নির্যাস ডায়াবেটিস লেভেল নিয়ন্ত্রণে খুবই কার্যকর ভূমিকা পালন করে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩১ এএম, ১৮ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur