Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে সড়ক দুর্ঘটনায় আহত শিশুকে বাঁচাতে ২০ লাখ টাকা প্রয়োজন
মতলবে সড়ক দুর্ঘটনায় আহত শিশুকে বাঁচাতে ২০ লাখ টাকা প্রয়োজন

মতলবে সড়ক দুর্ঘটনায় আহত শিশুকে বাঁচাতে ২০ লাখ টাকা প্রয়োজন

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ বছরের শিশু মারুফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তাঁকে সুস্থ্য করে তুলতে ২০ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় মতলব বাজারের প্রধান সড়কের এলজি বাটার ফ্লাই শো-রুমের নিকট একটি পিকআপ ভ্যানের চাকা পৃষ্ঠ হয়ে একটি পা ভেঙ্গে যায় এবং তাঁর মাথায় গুরুতর জখম হয়।

আহত মারুফ মতলব পৌরসভার কলাদী গ্রামের জামাল হোসেনের ছেলে। ওই দিন সকালে বাসা থেকে বের হয়ে তার মায়ের সাথে হেটে মতলব বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মারুফের মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় তাকে সুস্থ করে তুলতে প্রায় ২০ লাক্ষ টাকা লাগতে পারে বলে চিকিৎসকরা তাদেরকে জানিয়েছেন। টাকার জন্য তার বাবা মা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া তার পায়ের অপারেশন সম্পন্ন হয়েছে বলেও জানান তারা।

শিশু মারুফের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তার মা তানিয়া।

এদিকে এ ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যানটি আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ২৭ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

এইউ

Leave a Reply