Home / চাঁদপুর / চাঁদপুরে ২৬ প্রকার গাছের ৬৩ হাজার চারা প্রস্তুত
Tree plan

চাঁদপুরে ২৬ প্রকার গাছের ৬৩ হাজার চারা প্রস্তুত

বিক্রির জন্য সরকারিভাবে চাঁদপুরে বিভিন্ন প্রকার ৬৩ হাজার ৫শ’ গাছের চারা প্রস্তুত করা হচ্ছে। এ সব চারা আসন্ন বর্ষা মৌসুমে সরকারিভাবে বিক্রি করা হবে বলে জেলা বন সংরক্ষকের কার্যালয় সূত্রে জানানো হয়েছে।

চারাগুলোর মধ্যে ২৬ প্রকারের বনজ,ফলজ ও ঔষধি চারা রয়েছে। প্রতিটি চারার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ।

এ সবের মধ্যে রয়েছে -আকাশমণি,মেহগনি,রেইন ট্রি,দেশিয় সব রকমের ফলজ ও ঔষধি বৃক্ষ। এ দিকে মতলব ও ফরিদগঞ্জে ১৯ কি.মি বাগানসৃজন করা উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে মতলবে ৩ কি.মি ও ফরিদগঞ্জে ১৬ কি.মি.।

কর্মরত একজন উপজেলা বন কর্মকর্তা জানান, ‘প্রয়োজনীয় লোকবলের অভাবে জেলা বন বিভাগের প্রশাসনিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। দীর্ঘ দিন যাবত সহকারী বন সংরক্ষক, ৪ টি উপজেলা কর্মকর্তা ও ৮ জন কর্মচারী পদ শূন্য রয়েছে। উপজেলাওয়ারী কোনো প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না।’

প্রতিবেদক : আবদুল গনি
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৫০ পিএম, ০২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply