চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমকাল প্রতিনিধি মো. আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার ( ১২ ফেব্রুয়ারি) বেলা ২ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পেশাজীবিদের পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি মো. আব্দুর রব, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হত্যাকান্ডের শিকার হবে এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। সাংবাদকিদের নিরাপত্তা নিশ্চিত কল্পে রাষ্ট্রকে সব ধরণের ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক চৌধুরী, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, দপ্তর সম্পাদক মো. জাকির হোসাইন খান, সহ-অর্থ ও প্রচার সম্পাদক মো. জামাল হোসেন, শাহরাস্তি নিউজ টুয়েন্টি ফোর ডটকমের বার্তা সম্পাদক মো. মাহবুব আলম, সাংবাদিক মো. আমিনুল ইসলাম, মো. রফিকুল ইসলাম পাটওয়ারী, মো. হাসানুজ্জামান সহ-স্থানীয় জন সাধারণ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur