Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘ক্রীড়াবিদ অতি সহজেই বিশ্বের কাছে পরিচিত হতে পারে’
Motlob Dokkhin
প্রতীকী

‘ক্রীড়াবিদ অতি সহজেই বিশ্বের কাছে পরিচিত হতে পারে’

বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব (অবঃ) মোঃ আমিরুল ইসলাম বলেছেন, ‘একজন ক্রীড়াবিদ অতিসহজেই বিশে^র কাছে পরিচিত হতে পারে। এজন্য ভালো খেলোয়াড়ের কোন বিকল্প নেই। একজন ভালো ছাত্র হতে হলেও খেলাধুলার প্রয়োজন রয়েছে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জনকল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকাতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মতলব দক্ষিণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাা বলেন।

উপজেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে খেলার উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম কিরনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি চন্দন সাহা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক। এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ বিভিন্ন ক্রীড়া সংগঠণের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ। উক্ত ব্যাডমিন্টন খেলায় ৬৯টি দল অংশগ্রহণ করবে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply