ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জামুন-যাদুরানী সড়কে আমগাঁও চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ জানুয়ারি ) সকাল ১১টায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
এ সময় ইউসুফ আলী (৩৫) নামে আরো একজন আহত হয়।
বাবলু (৪০) ও ইদ্রিস আলী (৭৫) নামে ২ জন ঘটনাস্থলে এবং এরফান আলী হাসপাতাল নেয়ার পথে মারা যায়।
নিহত বাবলু উপজেলার মেদেনী সাগর লহাকাঁচি গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে,ইদ্রিশ আলী জামুন মশাঁলডাঙ্গী গ্রামের মৃত আ. জলিলের ছেলে এবং এরফান আলী মেদেনী সাগর লহকাঁচি গ্রামের মৃত গোউশন আলীর ছেলে।
আহত ইউসুফ একই উপজেলার জামুন মশাঁলডাঙ্গী গ্রামের হুমায়নের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জামুন বাজারের দিক থেকে ডিজেল চালিত তিন চাকার একটি ভটভটি ৫টি গরু ও ৪ জন গরু ব্যবসায়ী নিয়ে যাদুরানী হাটের উদ্দেশ্যে আসছিল। আমগাঁও চৌরাস্তা এলাকায় ভটভটিটি পৌঁছালে হঠ্যাৎ করে সামনের চাকা বিকল হয়। এ সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে বাবলু ও ইদ্রিস আলী নামে দু’ জন নিহত হয় এবং ইউসুফ (৩৫) ও এরফান (৬৫) নামে দু’জন গুরুতর আহত হয়।
এলাকাবাসী আহত এরফান আলীকে হরিপুর ও ইউসুফ আলীকে রানীশংকৈল উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহত দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনকেই রেফার্ড করেন। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে এরফান আলী মারা যায় ।
ইউসুফ আলীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ ৩ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৩ জনের লাশ থানা পুলিশের হেফাজতে আছে।