Home / বিশেষ সংবাদ / বায়ুশূন্য পথে চলবে বিমানের চেয়েও দ্রুতগামী ট্রেন!
train

বায়ুশূন্য পথে চলবে বিমানের চেয়েও দ্রুতগামী ট্রেন!

কোনো ভিডিও গেম বা কল্পবিজ্ঞান নয়। বিমানের চেয়েও গতিশীল ট্রেন চালু হতে যাচ্ছে দুবাইয়ে। নতুন এই পরিবহনব্যবস্থার নাম হাইপারলুপ। যুক্তরাষ্ট্রের কম্পানি হাইপারলুপ ওয়ান এই বিশেষ ট্রেন উদ্ভাবন করেছে।

ট্রেনটি চলবে একটি বায়ুশূন্য টানেলের মধ্য দিয়ে। ওই টানেল তৈরি করা হবে পিলারের ওপরে। বায়ুশূন্য হওয়ার কারণে ওই টানেলে বায়ুর ঘর্ষণের ফলে সৃষ্ট কোনো বাধা ছাড়াই অবিশ্বাস্য গতিতে দৌড়াবে ট্রেনটি। বলা হচ্ছে, এই ট্রেনের গতি হবে ঘণ্টায় এক হাজার ২০০ কিলোমিটার।

দুবাইয়ের পাশাপাশি ভারতেও এমন ট্রেন চালু করার কথা ভাবছে হাইপারলুপ। সমপ্রতি দেশটির কেন্দ্রীয় পরিবহন মন্ত্রণালয়ের কাছে এ নিয়ে একটি প্রস্তাবও দিয়েছে তারা। ভারতীয় গণমাধ্যমের খবর, হাইপারলুপ যেসব রাস্তায় ওই ট্রেন চালানোর কথা ভাবছে, সেসব পথে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতের।

হাইপারলুপ দাবি করেছে, বাসের টিকিটের দামে তারা যাত্রী পরিবহন করতে পারে। গোটা পরিবহনব্যবস্থাটাই চলবে সৌরশক্তিতে। টিউবের ওপরে লাগানো থাকবে সোলার প্যানেল। সেখান থেকে পাওয়া যাবে জ্বালানি। আগামী পাঁচ বছরের মধ্যে আবুধাবি থেকে দুবাই পর্যন্ত যাত্রা শুরু করবে ওই ট্রেন। তাতে দেড় ঘণ্টার রাস্তা কমে আসবে ১২ মিনিটে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:১৫,পি.এম ১৮.০১.২০১৭,বুধবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply