চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ঢাকা এরাবিয়ান ট্রাভেলসের পৃষ্ঠপোষকতায় ক্রীড়া মাসে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শনিবার (১৪ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন ঘোণনা করেন এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উপ কমিটির আহবায়ক ও আওয়ামীলীগ নেতা তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ কমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র দে, বাংলাদেশ এ্যাথলেটিক্সের সদস্য আবুল কালাম আজাদ।
প্রতিযোগিতায় খেলা পরিচালনা বিচারকের দায়িত্ব পালন করেন স্বপন কুমার সাহা, অমিয় রায়, মাহমুদুর রহমান, ওয়াহিদুর রহমান, সিরাজুল ইসলাম, দীলিপ কুমার, নজির আহমেদ, আবুল কাশেম, নজরুল ইসলাম, মোঃ সোহেল রানা, শিখা আক্তার, মুক্তা আক্তার, শামীমা আক্তার ফারুকী, ইকরামুল ও মামুনুর রশিদ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা বিভিন্ন খেলায় অংশ নেয়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
।। আপডটে, বাংলাদশে সময় ৩ : ৩০ এএম, ১৫ জানুয়ারি ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur