Feb 23, 2015 @ 17 : 02
এক্সক্লুসিভ ডেস্ক:
আবারো বিতর্কে স্টার জলসা, স্টার প্লাস সহ ভারতীয় সিরিয়াল। এগুলো নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি তৈরী হয় পাখি ড্রেস ইস্যু নিয়ে।
এবার ভারতীয় সিরিয়াল স্টার জলসা দেখতে না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণে স্বর্ণা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রোববার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণা উপজেলার আগ্রাণ গ্রামের অহিদুল ইসলামের ছোট মেয়ে এবং আগ্রাণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে স্বর্ণা স্টার জলসা চ্যানেলে কিরণমালা সিরিয়াল দেখছিল। এ সময় তার বাবা লেখাপড়া বাদ দিয়ে টিভি দেখার জন্য গালমন্দ করেন এবং স্টার জলসা চ্যানেল দেখতে নিষেধ করেন। এতে স্বর্ণা ক্ষোভে-দুঃখে নিজের ঘরে গিয়ে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা বুঝতে পেরে তার অচেতন দেহ নামিয়ে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur