চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অ্যাড. মিলন কুঞ্জ মজুদারের রাষ্ট্রিয় মর্যাদায় শেষকৃত্য সম্পূন্ন হয়েছে ।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে হাইমচর থানা পুলিশ কর্তৃক তাকে গার্ড অফ ওনার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ মজুমদার, সাবেক কমান্ডার বারেক বকাউল, ডেপুটি কমান্ডার মোঃ হাফেজ আহম্মদ, জগদিশ চন্দ্র বাইন, প্রনব সরকার, জতিময় মজুমদার, কাউসার বেপারী,
অ্যাড. মিলন কুঞ্জ মজুদার গত ১৮ ডিসেম্বর তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃতুকালে তার স্ত্রীসহ, ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রতিবেদক- বিএম ইসমাইল।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ০০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
ডিএইচ