চার বছর আগে ঢাকার পল্লবীতে ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র অমিত সাহাকে হত্যার দায়ে তার দুই বন্ধুকে মৃতুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে অভিযোগ প্রমানিত হওয়ায় তিন আসামির মধ্যে আশফাক আহমেদ শিহাব ও আল আমিন ইসলাম পিন্টুকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আর রুহুল আমিন রুবেলকে দেওয়া হয়েছে যাবজ্জীন কারাদণ্ড।
প্রসঙ্গত, ২০১২ সালের ২১শে নভেম্বর পল্লবীর এক বাসায় খুন হন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র অমিত। সাজাপ্রাপ্ত আসামিরা তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে বাসা থেকে ল্যাপটপ, ট্যাব, সোনার গয়নাসহ কয়েকলাখ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পওে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ৫১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur