শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ে বুধবার (১৪ ডিসেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, ‘পাকিস্তানিরা বুঝতে পেরেছিলো এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে বাকিদের শাসন করতে সমস্যা হবে না। তাই তারা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। মহান স্বাধীনতার পরে শহীদ বুদ্ধিজীবীদর স্বরণে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করা হয়।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের বিষয়ে অনেক নজর দিচ্ছেন । অন্যান্য সরকারের সময়ে তা’ ছিলো না। সরকার মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, তাদের তালিকা ও পরিবারের তথ্য রাখতে আলাদাভাবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেন । আজকের এ দিনে আমি মহান স্বাধীনতা সংগ্রামে নিহত সকল স্বাধনতাকামী মানুষের রুহের মাগফেরাত কামনা করছি। এ ছাড়াও ১৯৭৫ সনে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবাব সহ নিহত অন্যান্যদের রুহের মাগফেরাত ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০১ : ২০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur