চাঁদপুরে মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৭ম দিনে উদীচী জেলা সংসদ ও হাজীগঞ্জ উপজেলা সংসদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় পরিবেশিত হয়েছে।
সাংস্কৃতিক ও নাট্য পরিষদের ব্যাবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংগঠনের নেতবৃৃন্দের হাতে বিজয় মেলার সম্মাননা কেস্ট তুলে দেন মেলা কর্তৃপক্ষ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংস্কৃতিক ও নাট্য পরিষদের আহ্বায়ক তপন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উদীচী জেলা সংসদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, মেলার মাঠ ও মঞ্চের আহ্বায়ক হারুন আল রশীদসহ সংগঠনের কর্মকর্তারা।
উদীচী জেলা সংসদের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজীর সার্বিক ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের পরিচালনায় সংগীত ও নৃত্য পরিশেন করে, অতিথি শিল্পী নোয়াখালী জেলা সংসদের ছোটন চন্দ্র, চাঁদপুরের ইতু চক্রর্তী, সুদীপ কর, সুরঞ্জিত কর, ডানা দেবনাথ, প্রশিকা সরকার, অন্তরা, নন্দিতা দাস, মন্টি, বিল্লাল, দিপা রায়, বাবলী দাস, শৈলি দাস, মিলন পাল, বিরেন সাহা, হাসনাসহ শিল্পীরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় প্রণব, নূরে আলম, সোহেল রানা, জুয়েল, আফসানা রুমি প্রমুখ।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur