Home / আন্তর্জাতিক / মিশেল কখনও প্রেসিডেন্ট প্রার্থী হবে না : ওবামা
মিশেল কখনও প্রেসিডেন্ট প্রার্থী হবে না : ওবামা
ফাইল ছবি

মিশেল কখনও প্রেসিডেন্ট প্রার্থী হবে না : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কখনও নামবেন না যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা। রোলিং স্টোন সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপির।

সদ্য সমাপ্ত নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরদিন ওই সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। ট্রাম্পের জয়ের পর থেকে রাজনীতিতে মিশেল ওবামার আসা নিয়ে নানা গুঞ্জন চলছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব।

বারাক ওবামা বলেন, ‘আমি জানি মিশেল প্রতিভাবান। আপনারা দেখেছেন, সাধারণ জনগণের সঙ্গে তিনি কীভাবে মিশে গেছেন। মজার কথা হল, রাজনীতিতে নামা নিয়ে মিশেল খুব স্পর্শকাতর।’

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন মিশেল ও বারাক ওবামা। এ সময় মিশেলের বয়স হবে ৫৩। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্টলেডি।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন মিশেল। গ্যালাপ জরিপ অনুসারে, ৭৯ শতাংশ মার্কিনের কাছে মিশেল জনপ্রিয়। এর আগেও মিশেল জানিয়েছেন, সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের মতো তিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামবেন না।

: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply