Home / চাঁদপুর / রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে শিবিরের বিক্ষোভ
রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে শিবিরের বিক্ষোভ

রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে শিবিরের বিক্ষোভ

মায়ানমার সরকারের প্রকাশ্যে ইন্দনে সেনাবাহীনি ও উগ্রবাদীদের কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ নভেম্বর) সকাল ৯টায় মাতৃপীঠ মোড় থেকে শহর সেক্রেটারি সবুজ খানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে নেতারা বলেছেন, ‘মায়ানমারে সেনাবাহিনী ও উগ্রবাদীরা নিরহ রোহিঙ্গা মুসলমানদের উপর যে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ন্যূনতম সভ্য ও মানবিক বোধ থাকলে কেউ এভাবে নিরীহ জনগণকে হত্যা করতে পারে না। নির্যাতনের শিকার সবচেয়ে বেশি শিশু ও নারীরা । এটি সম্পূর্ণ পরিকল্পিত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্গন।’

নেতারা এ নৃশংস হামলার প্রতিবাদ জানানোর জন্য বিশ^ মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান। সে সাথে বাংলাদেশ সরকারকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ২২ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply