জীবনের শেষ দিকে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাতেও নাম লিখিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।
ধারাবাহিক ও খণ্ড নাটকে তিনি পরিচালক হিসেবেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন।
অকাল প্রয়াত আপাদমস্তক এই শিল্পী সর্বশেষ আদিত্য জনির সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন ‘অনুক্ষণে অনুভবে’ নামে একটি নাটক। এখানে তিনি অভিনয়ও করেছিলেন। জানা গেল, নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে।
এই নাটকে দিতিকে দেখা যাবে দেশের বাইরে থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ভূমিকায়। এখানে আরো অভিনয় করেছেন স্বাগতা ও ইরফান সাজ্জাদ। নাটকটি লিখেছেন শারমিন চৌধুরী ইফসিতা।
প্রসঙ্গত, মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত হলে ২০১৫ সালের ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে নেয়া হয় দিতিকে। সেখানে চিকিৎসা নিয়ে মাঝে কিছুটা সুস্থ হন।
কিন্তু আবারো শরীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন আইসিইউতে থাকাকালীন চলতি বছরের ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি।
বিনোদন ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৭ :০৪ পিএম, ২১ নভেম্বর ২০১৬, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur