শাহরাস্তির মোঃ কাঊসার আলম (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৮ নভেম্বর উপজেলার টামটা দক্ষিণ ইউপির টামটা গ্রামের মাদ্রাসা বাড়িতে নিখোঁজের এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রের পরিবার ও এলাকাবাসী জানায়, ওই বাড়ির আঃ মালেকের একমাত্র পুত্র কাঊসার ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তি দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়।
পরে রাত গভীর হলে পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে স্বজনদের বাড়িসহ চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এতেও তার সন্ধান না পাওয়ায় গত ১২ নভেম্বর তার বাবা শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার নং-৪৭৮।
জানা যায়, সে পাশ্ববর্তি হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার নিয়মিত ছাত্র।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ২০ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur