Home / স্বাস্থ্য / যাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না
অ্যান্টিবায়োটিক কাজ করে না

যাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না

অনেকেই অ্যান্টিবায়োটিক অযথা ব্যবহার করেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করলেও ঠিকমতো সেবন করেন না। এতে অ্যান্টিবায়োটিক উপকার তো করেই না, উল্টো আরো ক্ষতি করে। একটা সময় অ্যান্টিবায়োটিক তাঁদের ক্ষেত্রে কোনো কাজই করে না।

অ্যান্টিবায়োটিক কাজ করে না যাঁদের

১. যাঁরা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করেন, তাঁদের শরীরে এর কার্যতারিতা নষ্ট হয়ে যায়। দেখা যায়, আরো শক্তিশালী ওষুধ ব্যবহার করেও রোগ সারে না।

২. যাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খান।

৩. চিকিৎসকের পরামর্শ আছে, কিন্তু ভুলভাবে ওষধ সেবন করেন।

৪. অযৌক্তিক, অপ্রয়োজনীয়ভাবে ফার্মেসি থেকে ওষুধ খেলে।

৫. ভাইরাসঘটিত জ্বর, ঠান্ডা-কাশিতে অ্যান্টিবায়োটিক খেলে কাজ করে না।

৬. অ্যান্টিবায়োটিকের ডোজের অনিয়ম বা সফলভাবে কোর্স না শেষ করলে, শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া তার নিজের জেনেটিক কোডে এমন পরিবর্তন আনে যে অ্যান্টিবায়োটিক মানুষের তেমন কোনো উপকার করে না। উল্টো ক্ষতি করতে পারে।

লেখক : সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার, ঢাকা।

স্বাস্থ্য ।। আপডটে, বাংলাদশে সময় ৯ :১৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ

Leave a Reply