চাঁদপুর বড় স্টেশন এলাকার একসময়ের বাসিন্দা ও বর্তমান ওয়াপদা গেইট এলাকার হিজড়া সর্দার মৌসুমী (৪০) কে শক্রবার (১৮ নভেম্বর) সকালে আটক করেছে মডেল থানা পুলিশ।
চাঁদপুর মডেল উ-পরিদর্শক জাকির হোসেন দু’টি মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে বাসা থেকে আটক করে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে ৩০ শে জুন রাতে মৌসুমী হিজড়া, দিলারা হিজড়া (৪২) ও মাহমুদা হিজড়া (৩৫) শহরের কয়লা ঘাট এলাকার বসবাসকারী কারিনা হিজড়াকে বসতঘরে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। কারিনার সাথের হিজড়ারা দগ্ধ অবস্থায় কারিনাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। কারানি সুস্থ্য হয়ে মৌসুমী হিজড়া, দিলারা ও মাহমুদা হিজড়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।
আগুন পোড়ানোর ১০ দিন পূর্বে ২০ জুন মৌসুমী ও অন্য আসামীরা কারিনাকে হত্যার হুমকি দিয়েছেও বলেও অভিযোগ করা হয়।
এছাড়া ২০১৪ সালে কারিনা হিজড়াদের দলকে মৌসুমী মারধর করেছিলো বলে আরেকটি মামলা দায়ের করা হয়।
এ দু’টি মামলার সিনিয়র জুয়িসিয়াল ম্যজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযুক্ত প্রধান আসামি মৌসুমী হিজড়া শুক্রবার আটক হলেও, অপর দু’আসামি দিলারা ও মাহমুদা পলাতক রয়েছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ