চাঁদপুর টাইমস এক্সক্লুসিভ:
আদালতে ন্যায় বিচার না পেলে “অন্য কিছু” করবেন হ্যাপি। তবে “অন্য কিছু” কী করবেন সেটা খোলাসা করেননি তিনি।
বুধবার আদালতে রুবেলকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী হ্যাপি।
হ্যাপি বলেন, আইন-আদালত বলতে কিছু নেই। আদালতে জজ থেকে শুরু করে সবাই রুবেলের পক্ষে। এমন পরিস্থিতিতে তো ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, একজন ধর্ষণ মামলার আসামি কী করে বিদেশে যাওয়ার অনুমতি পায়? বিষয়টি আমার বোধগম্য নয়। আমার মাথা প্রচণ্ড গরম। এ অবস্থায় আমি কী করবো বুজতে পারছি না।
তিনি বলেন, তবে রুবেল এখন বিদেশে গেলেও আমি তার শেষ দেখে নেবো। আদালত এখন তার পক্ষে থাকলেও সব সময়তো আর পক্ষে থাকবে না।
দেশের আইনের শাসন নেই দাবি করে হ্যাপি বলেন, জোর যার মুল্লুক তার। এমন অবস্থায় একজন নারী হিসেবে আমি অসহায়বোধ করছি। প্রভাবশালীরা সবাই রুবেলের পক্ষ নিয়েছে বলেও দাবি করেন হ্যাপি।
গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় এই মামলা করেন হ্যাপি, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়।
তবে হ্যাপির অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।
রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার জন্য হাই কোর্টেও একটি রিট আবেদন করেন হ্যাপি। তবে আদালত তা খারিজ করে দেয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur