চাঁদপুর জেলা পর্যায়ে লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অর্থিক শিক্ষা ও আর্থিক সেবা (স্কুল ব্যাংকিং) কর্মসূচি পরিচালনা বিষয়ক আলোচনা সভা সোমবার (৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত সভায় জেলার অবস্থিত সকল তফসিলী ব্যাংক এর শাখা সমুহের দায়িত্বরত কর্মকর্তা, ব্যবস্থাপকরা অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী স্কুল ব্যাংকিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে লিড ব্যাংক হিসেবে সোস্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় অতিথির বক্তব্য রাখেন সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ফান্যান্সিয়াল ইনফ্লুশন ডিপার্টমেন্ট এসএভিপি সেলিনা আলম।
ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক এসএভিপি ফজলুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল হক।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক চাঁদপুর শাখার ব্যাবস্থাপক আলমগীর হুমায়ুন, বেসিক ব্যাংক চাঁদপুর শাখার ব্যাবস্থাপক খোরশেদ আলম, উত্তরা ব্যাংকের ব্যাবস্থাপক জহিরুল ইসলাম, মতলব শাখার ব্যাবস্থাপক মো. শাজাহান প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করার যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে তা যুগান্তকারী। ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে সঠিকভাবে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করা গেলে আমাদের আগামি প্রজন্ম ব্যাংকিং ও সঞ্চয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে। তাই দ্রুত সময়ে চাঁদপুরে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করা গেলে এ জেলার ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur