Home / উপজেলা সংবাদ / কচুয়া / হাইমচরে গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ
Haimchor-logo

হাইমচরে গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে রোবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে চাউল বিতরণ করা হয়।

গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাইল গাজী এ চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচনে বিজয়ী ঘোষিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান গাজী, ইউনিয়ন জেলে প্রতিনিধি হুমায়ুন কবির বাবুল পেদা, ইউপি সচিব শ্যামল, ইউপি সদস্য খাজা আহম্মদ তালুকদার, মন্টু মিয়া গাজী, দুলু পেদা, দেলোয়ার হোসেন, মিন্টু মিয়া, মো.হান্নান, মুনছুর মিজি, মহিলা সদস্য রাবেয়া বেগমসহ ইউপি সদস্যগণ।

।। আপডটে, বাংলাদশে সময় ৯: ০৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৬,রোববার
এইউ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর [/author]

Leave a Reply