Home / চাঁদপুর / চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ককে কারাগারে প্রেরণ
চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ককে কারাগারে প্রেরণ

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ককে কারাগারে প্রেরণ

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ মাঝিকে রোববার (১৬ অক্টোবর) নাশকতার মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে, আদালত জামিন না মঞ্জুর জেলহাজতে প্রেরণ করেন।

মামলার আইনজীবী অ্যাড. শামছুল ইসলাম মন্টু জানায়, নাশকতার একটি মামলায় (নং এসটিসি ৪২। ২০১৫ইং) জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও আরেক নেতা রণি ভূঁইয়াকে কারাগারে প্রেরণ করা হয়।’

এদিকে চাঁদপুর জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ মাঝির জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, আদালত থেকে যেটুকু নিরপেক্ষ আচরন মানুষ আশা করেছিল, সময়ের সাথে এখন সেটিও ক্ষমতাসীনদের দিকে ঝুঁকেছে। মানুষ আদালত থেকে এখন আর ন্যায় বিচার পায় না বললেই চলে। সরকার বিরোধী দলকে দমনে তারা আইন-আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধশীল হলেও তারা আইনকে কোনভাবেই নিজের গতিতে চলতে দিচ্ছে না। পুরো দেশের উপর তারা প্রভুর কর্তৃত প্রয়োগ করছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল মাসুদ মাঝির জামিন যেভাবে নজীরবিহীনভাবে বাতিল করা হল তাতে আমরা স্তম্ভিত।’

বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় অবিলম্ভে চাঁদপুর জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ মাঝির নি:শর্ত মুক্তি দাবি করেন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply