Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে স্বর্ণ গলাতে গিয়ে বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু
Death

মতলবে স্বর্ণ গলাতে গিয়ে বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

চাঁদপুরে মতলব পৌরসভার বরদিয়া বাজারে স্বর্ণের দোকানে বিস্ফোরণের ঘটনায় ওই দোকানের কর্মচারী বিশ্বজিত বণিক বিষুর (২৪) মৃত্যু হয়েছে। সে গত ১১ অক্টোবর মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় দোকানের অপর দুই কর্মচারী নন্দন পাল ও নয়ন বণিক ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। মৃত বিশ্বজি/ বণিক বিষু কুমিল্লা জেলার ছাতিপট্টি এলাকার বিপুল বণিকের ছেলে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর মঙ্গলবার সকালে বরদিয়া বাজারস্থ নয়ন শিল্পালয় এন্ড জুয়েলার্সের ভেতরের একটি কক্ষে গ্যাস সিলিন্ডার (এলপি গ্যাস) ও নাইট্রিক এসিড রক্ষিত ছিলো। দোকানের কর্মচারী স্বর্ণের কাজ করার সময় নাইট্রিক এসিডের জার থেকে নেওয়ার সময় অসাবধনতা বসত গ্যাস সিলিন্ডারের উপর পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে।

বিকট শব্দে আগুনের স্ফুলিঙ্গ দোকানের চারপাশে ছড়িয়ে পড়ে এবং দোকানের গ্লাস ভেঙ্গে রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে ভিতরে থাকা স্বর্ণের কারিগর নন্দন পাল (৩৫), বিশ্বজিত বণিক বিষু (২৪), নয়ন বণিক (৩৫) ও দোকানের মালিক দিলীপ বণিক (৪০) এর শরীরে বিভিন্ন অংশ ঝলসে যায়।

এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মতলবে স্বর্ণ গলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ : অগ্নিদগ্ধ ৪

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ১৪ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply