জাতীয় শিশুকন্যা দিবসে চাঁদপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলাা শিশু একডেমির আয়োজনে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিশু একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে পুলিশ সুপার কোমলমতি শিশুদের মাঝে কিছুসময় কাটান এবং তাদের সাথে হাসি-আনন্দে মেতে উঠেন।
শিশুদের সাথে বিনোদনমূলক কার্যক্রমগুলো উপস্থিত অন্যান্য অতিথি ও সাংবাদিকদেরকে বিমোহিত করে।
পুলিশ সুপার কোমলমতি শিশু কন্যাদের সাথে মায়ের মতো করে আচরণ করেন, তাদেরকে কোলে তুলে নিয়ে দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
শিশুরাও তাদের ব্যাতিক্রমী এক মাকে পেয়ে হাসি-আনন্দে মেতে উঠেন।
তারা এসপি শামসুন্নাহারের সুরের সাথে তাল মিলিয়ে ‘আমরা করবো জয়, আমাদের নেই কোন ভয় ’ শ্লোগানে মেতে উঠে।
এছাড়া শিশুরা পুলিশ সুপারের সাথে জাতীয় সঙ্গীতের প্রথম কলির পাশাপাশি, খেলার ছলে ভালো কাজগুলো করতে ওয়াদাবদ্ধ হয়।
পুলিশ সুপার গানের মাধ্যমে বুঝিয়ে বলেন ‘তোমরা একদিন বিশ্বকে জয় করেন। দেশের সম্পদ রক্ষা করবে, দেশকে তোমারাই এগিয়ে নিয়ে যাবে। দেশের সম্পদ হিসেবে তৈরি হয়ে মা-বাবার সেবার পাশাপশি দেশসেবায় নিয়োজিত থাকবে।
মাইক্রোফোন হাতে কোমলমতি শিশুদের অনেককেই পুলিশ সুপারে বক্তব্য শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখা যায়, এ ফাকে তিনিও ক’জন শিশুকে একের পর এক কোলে তুলে নেন এবং তার বক্তব্য পেশ করেন।
ভিডিওটি দেখুন…….
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ