চাঁদপুরে বিশ্ব শান্তি দিবসে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের কদমতলা রোড স্কাউটস ভবনের সামনে থেকে জেলা স্কাউসের বাই সাইকেল র্যালি বের করা হয়েছে।
র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও চাঁদপুর জেলা স্কাউটস এর যুগ্ম-সম্পাদক হাফেজ আহমেদ এএলটি।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটস লিডার গোলাম মেহেদী মাসুদ, স্কাউটস কর্মকর্তা মো. মাসুদ দেওয়ান, মেঘনা পাড় মুক্ত স্কাউটস গ্রুপের ইউনিট লিডার সোহাগ চন্দ্র দাস, বাংলাদেশ স্কাউটস ম্যাসেঞ্জার অব পীস টীম মেম্বার হাসান মাহমুদ আজাদ।
র্যালিতে মেঘনা পাড় মুক্ত স্কাউটস গ্রুপ, আল আমিন একাডেমী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের গ্রুপ থেকে ৩৫ জন সদস্য বাই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/05/Shariful-Islam.jpg” ]প্রতিবেদক- শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur