Home / শিল্প-সাহিত্য / কবিতা : রুপের মিশেলে ভেসে যেতে দাও
Poem Sahmub Jewel

কবিতা : রুপের মিশেলে ভেসে যেতে দাও

জোৎস্না রাতে তোমাকে দেখি; নীল আকাশে তোমাকে দেখি।
তোমার মাঝে দিনের সূর্য রাতের চাঁদ।
আলো পড়ছে নিরবে, অস্থির হয়ে উঠছে আমার রক্তবাঁক।

তোমার ঐ চোখে দেখছি ময়ূরপুচ্ছের নাচ
কোটরে সচ্ছ নদী
আমি হাঁটছি, ভাসছি যৌবন খেয়ায়।

নাকের ভেতরে অনলে খোদাই
শিল্পীর নিঁখুত নথ। দুলদুল ধাঁধানো টোপ
একহারা গড়নে, তুমি আমার নীল আকাশ
মুখে রবি শশীর আদল, মাথায় আঁধার।
বেণী হলে অটুট আমি; খোলায় প্রকাশ।

সামনে দিন পেছনে রাত
আমাকে দিবানৈশ রূপ সমুদ্রে ভেসে যেতে দাও।

কণ্ঠদেশে উত্তাল ঢেউয়ের দোল
দুদিকের দোলে সফেদ জলনুপুর
মহুর্তেই দুই পাহাড়ের কুল ভেঙে
গড়ে উঠছে সমতট।আমাকে বসবাস করতে দাও
আমি পৃথিবী দেখতে যাবো না; তোমাকে——
তোমাকে দেখতে দেখতে গুজে নেবো রাতের পর দিন —-
রূপে ভেসে যাবো অনন্তকাল।

চার চারটি সরু কাঠি জুড়ে দাও, দুটি কাঠি থাক
জীবন শিকল—–
আমায় তোমায় ঠাঁয় দাঁড়াতে দাও আয়ুষ্কাল।

শিল্প-সাহিত্য বিভাগ : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply