ভারতের বিহার প্রদেশের মধুবানি জেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ৫০ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের পাটনা থেকে ১৮০ কিলোমিটার দূরের মধুবানি জেলা থেকে সিতামারহির দিকে যাচ্ছিল বাসটি। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এক নারীসহ চারজনের মরদেহ পুকুরে ভেসে উঠেছে। তবে অসর্মিত একটি সূত্র বলছে, বাসটিতে ৫৫ আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় যাত্রীবাহী বাসটি ২৫ ফুট গভীর পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পরে উদ্ধার তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur