মতলব দক্ষিণ উপজেলায় হত্যা মামলার বাদী আ.আউয়ালকে দুই বছর কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে আদালত।
মামলার রায়ের পর বাদী বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে শনিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে মতলব থানা পুলিশ চরমুকুন্দী গ্রাম থেকে তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়,২০০৪ সালে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ঘেষে চলার সময় ট্রাকে চাপা পড়ে মতলব উত্তর উপজেলার সটাকী গ্রামের কাদির মোক্তারের ছেলে দেলওয়ার হোসেন মৃত্যু বরণ করেন।
ওই ঘটনায় মৃতের বোন জামাতা মতলব দক্ষিণ উপজেলার কদমতলী গ্রামের ছামসুল হকের ছেলে আ.আউয়াল বাদী হয়ে ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে মামলার বাদী ও বিবাদী পক্ষ একত্রে বসে বিষয়টি ২০ হাজার টাকায় মীমাংসা করা হয়। কিন্তু থানা পুলিশ ওই আপোষ নামার কাগজপত্র আদালতে প্রেরণ না করায় এবং বাদী তার মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে এই সাজা প্রদান করেন।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট ।। আপডটে,বাংলাদশে সময় ০৪:৪৪ পিএম,১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
এইউ