Home / আন্তর্জাতিক / প্রবাস / হজ্বের আনুষ্ঠানিকতা শুরু ৯ সেপ্টেম্বর
হজ্বের আনুষ্ঠানিকতা শুরু ৯ সেপ্টেম্বর
ফাইল ছবি

হজ্বের আনুষ্ঠানিকতা শুরু ৯ সেপ্টেম্বর

সৌদি আরব মুসলমানদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর।

পাঁচদিন ব্যাপী বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

এ আয়োজনের জন্য সৌদি আরব সরকার ব্যাপক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয়ভাবে হজ্বের মূলস্থল মিনা, মোজদালিফা আর আরাফাতের ময়দান এখন হজ্ব কার্যের জন্য পুরোদমে প্রস্তুত করা রয়েছে। ইতিমধ্যে সেই সকল স্থানে নিরাপত্তামুলক ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

সারা দেশ থেকে নিরাপত্তা কর্মীদেরকে মিনা প্রান্তরে সমাবেত করা হয়েছে । আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে।
নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা রাখা হয়েছে।

হজ্বের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে আরাফা, মিনা ও মোজদালিফার সকল মসজিদকে পরিস্কার পরিছন্নতা করা হয়েছে।

হাজীদের নামাজ আদায় করার জন্য সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বয়েজ স্কাউট, রেডক্রিসেন্টসহ সকল প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছে। যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য সর্তকতামুলক ব্যাবস্থা গ্রহণের জন্য উচ্চ ক্ষমতা সম্পর্ণ কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে ।

হাজীদের জন্য তাবু নগরী মিনা এখন পুরোদমে প্রস্তুত হয়ে আছে। যেখানে ৯ সেপ্টেম্বর থেকে হাজীরা পবিত্র হজ্বের জন্য অবস্থান করা শুরু করবেন এবং আরাফা ও মোজদালিফা হয়ে আবার মিনায় অবস্থান করে ১৪ই সেপ্টেম্বর হজ্বের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৭:২৬ পিএম,০৪ সেপ্টেম্বর ২০১৬ রোববার
এইউ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/sagor-chowdhury1.jpg” ] প্রতিবেদক- সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট [/author]

Leave a Reply