Home / জাতীয় / সপ্তাহব্যাপী লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সপ্তাহব্যাপী লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহব্যাপী লন্ডন সফর শেষে রবিবার(৪ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইট আজ দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী এএমএ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান। সেখানে মোরফিল্ড চক্ষু হাসপাতাল এবং বুপা ক্রুময়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।

নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৮:০২ পিএম,৪ সেপ্টেম্বন ২০১৬ রোববার
এইউ

Leave a Reply